মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল করে দিতে প্রযুক্তি ব্যবহার করবে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৬ এএম | আপডেট : ১০:৪৪ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সিল করে দিতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারে ফালাকাতায় এক অনুষ্ঠানে শনিবার এ তথ্য দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমি চেয়ে অনুরোধ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো কখনো তাদের কাছ থেকে সহযোগিতা পাই নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

আসাম ও পশ্চিমবঙ্গ হয়ে ভারতের সীমান্ত বরাবর প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এটা বেশ কিছুদিন আগের পরিকল্পনা।

এ বিষয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে রাজনাথ সিং বলেন, আমি আপনাদের বলতে চাই, যদি রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা একটি নতুন সিস্টেম চালু করব।

সম্প্রতি ইসরাইল সফর করেছেন রাজনাথ সিং। তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যের ওই দেশটিতে দেখেছি তাদের সীমান্তকে নিরাপদ রাখতে প্রযুক্তির সহায়তা নিতে। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ ও আসামের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত আছে তা সিল করে দেবো। এক্ষেত্রে আমরা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সিস্টেম চালু করবো। অন্য কথায়, আমরা বাংলাদেশের সঙ্গে সীমান্তকে সম্পূর্ণ সিল করে দেয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করবো, যাতে আর কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে। এতে গরু, মাদক ও নকল নোট পাচার প্রতিরোধ করা যাবে।

রাজনাথ সিং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে ‘জাতি বিরোধী’ ও ‘সমাজ বিরোধী’ শক্তি বলে উল্লেখ করেন। বলেন, এরাই রাজ্যে সক্রিয়। তাই এ রাজ্যে আইন শৃংখলা পরিস্থিতি ভীতিকর।

ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রায় ১০০ নেতাকর্মীকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ সিং। তিনি বলেন, যদি ভবিষ্যতে আমরা এই রাজ্যে ক্ষমতায় আসি তাহলে যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে তারা পাড় পাবে না।

ওই সমাবেশে জনসমাগম নিয়ে তিনি বলেন, এই সমাবেশে যে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়েছে তা প্রমাণ করে যে, এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে বিজেপির জয় প্রতিরোধ করবে পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নেই। এই সমাবেশে আপনাদের উপস্থিতি আমাকে বলে দেয় যে, ২০২১ সালে যখন বিধানসভা নির্বাচন হবে তখন পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী হবেন বিজেপির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাইফ ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ পিএম says : 0
সিমান্ত যদি সত্যিই বন্ধ করেদেন তবে আপনাদেরকে অনেক দন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে মহান শ্রষ্টার পাক দরবারেও অনেক শোকর আদায় করবো। কেননা এটা আমাদের জন্যে কত বড় রহম হবে সেটা আপনাদের মত মাথা মোটাদের পক্ষে বোঝা সম্ভবই নয়।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৩২ এএম says : 0
আমার হাতে যদি কোনো দিন ক্ষমতা আসে আমি ভারতকে উয়ালের মাধ্যমে আলগ করিয়া দিবো। ইনশাআল্লাহ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন