বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন শাফিন আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। গত শনিবার তাকে অযোগ্য ঘোষণা করে ইসি। তবে শাফিন আহমেদ নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তার প্রার্থীতা বাতিলের কারণ হিসেবে জানা যায়, তিনি ব্র্যাক ব্যাংকের ধানমন্ডির সাত মসজিদ রোড শাখা থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেননি। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী তিনি ঋণখেলাপি। এছাড়া সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউসিবিএল থেকেও ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণও পরিশোধ করতে পারেননি তিনি। শাফিন আহমেদ বলেন, আমি অবশ্যই আপিল করব। হঠাৎ কোথায় থেকে এ চিঠি আসলো বুঝতে পারছি না। কিছুদিন আগে আমি ক্লিয়ারেন্স পেয়েছি। শাফিন আহমেদ বলেন, সব ক্লিয়ারেন্স থাকার পরও আমার বিরুদ্ধে কেন অভিযোগ উঠেছে, তা আমি অনুসন্ধান করব। এ বিষয়ে জাতীয় পার্টির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন শাফিন আহমেদ। এর কয়েক মাস পর জাপার মেয়রপ্রার্থী হিসেবে মনোনীত হন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন