শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গৃহপালিত হব না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীকে মিয়ানমারে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে। এজন্য হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তি রক্ষী পাঠাতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে বিশ্ব সম্প্রদায়কে। গতকাল ‘রক্তাক্ত রাখাইন’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচণকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার দেলোয়ার জালালীর বইয়ের প্রকাশনা উৎসবে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে আমরা গৃহপালিত বিরোধী দল হতে যাবেনা কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারন মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। সংসদে সদস্য সংখ্যা কোন বিষয় নয়, আমরা কতোটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা। বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবেনা। শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলে ভূমিকা রেখেই রেখেই, জাতীয় পার্টি সাধারন মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো প্রতিদ্বন্দিতা করতে পারে।
বই মোড়ক উন্মোচনে অন্যান্যের মদ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, ফয়সল চিশতী, মীর মাসরুর জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, বইয়ের লেখক খন্দকার দেলোয়ার জালালী প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন