শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইসলামাবাদকে দায়ী করা বন্ধ করা উচিত দিল্লির : কুরেশি

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছা নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই পাকিস্তানের। অন্যদিকে নিজেদের সমস্যার কারণে ইসলামাবাদকে দায়ী করা বন্ধ করা উচিত নয়াদিল্লির। এ কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। শনিবার তিনি মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। স¤প্রতি তিনি কাশ্মীরের হুরিয়াত নেতা মিরওয়েজ উমর ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। ব্রিটেনের হাউস অব কমন্সে অনুষ্ঠিত একটি কনফারেন্সে তাতে আমন্ত্রণ জানাতে হুরিয়াত নেতাকে ওই ফোনকলে আহŸান জানান শাহ মাহমুদ কুরেশি। ওই ঘটনায় নয়া দিল্লিতে নিয়োজিত পাকিস্তানের হাই কমিশনারকে তলব করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে শাহ মাহমুদ কুরেশির অমন যোগাযোগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায় ভারত। এ বিষয়ে শনিবার কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। তিনি বলেন, যদি তিনি মিরওয়েজ উমর ফারুকের সঙ্গে কাশ্মীর সংক্রান্ত ইস্যুতে যোগাযোগ করে থাকেন তাহলে এটা তো বড় কোনো ইস্যু নয়। কুরেশি বলেন, সমাধানযোগ্য একটি ইস্যুকে এড়িয়ে ভারত কাশ্মীর ইস্যুকে সামনে এনে ক্ষোভ প্রকাশ করেছে। লন্ডনে হাউস অব কমন্সে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে। তাতে পাকিস্তান তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এতে তাদের বাস্তব চেহারা প্রকাশ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ভারতের আগামী নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন, নয়া দিল্লিতে নতুন সরকারের সঙ্গে ভাল সম্পর্ক অব্যাহত রাখবে পাকিস্তান। দেশের জনগণের প্রত্যাশা ও দেশের স্বার্থে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রণীত। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন