শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরুড়ায় গালিমপুর ইউপি নির্বাচন

চেয়ারম্যান ৫, মেম্বার ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আ.লীগের প্রার্থীসহ ৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। বিএনপি উক্ত নির্বাচনে অংশগ্রহণ করছেনা। প্রার্থীরা হলেন আ.লীগ মনোনীত এবিএম রবিউল আলম, স্বতন্ত্র প্রার্থী বাচ্চু মিয়া, আবদুল করিম মিয়াজী, এড. ইকবাল হোসেন, মাস্টার মিজানুর রহমান। উল্লেখ্য, নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনীয় আমেজ নেই।

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (মধ্যলক্ষীপুর) সরবত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫) থানার নারিকেল গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। জানা যায়, গতকাল সোমবার সকাল প্রায় ১১টার দিকে মিজানুর রহমান বরুড়া থানার পাশে একটি নারকেল গাছ থেকে ডাব পাড়ার সময় মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক তাকে মৃত ঘোষণা করে। মিজানুর রহমানের স্ত্রী ও তিন সন্তানের জনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন