শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কর্মশালা

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জিআইজেডের আরবান ম্যানেজমেন্ট মাইগ্রেসন এন্ড লিভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় গতকাল ‘স্টেক হোল্ডার কনসালটেশন এন্ড ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেসন অব কমিউনিকেশন এন্ড ভিজিবিলিটি প্লান’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ (বিসিএএস) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কর্মশালায় রাজশাহী মহানগরীতে বস্তিবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করায় জিআইজেডের উদ্যোগকে স্বাগত জানান। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে গঠিত তহবিল হতে সহায়তা প্রদানের আহবান জানান তিনি। কর্মশালায় নগরীর পরিবেশ উন্নয়ন, দরিদ্রদের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং ওয়ার্ড সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর আয়েশা খাতুন, কাউন্সিলর শিরিন আরা খাতুন, কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজ এর ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এক্সপার্ট ড. দ্বীজেন মল্লিক, মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন