শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিএসজির বিপক্ষে ইউনাইটেড আন্ডারডগ - লুকাকু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৩৪ পিএম | আপডেট : ৪:৩৯ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০১৯

 

প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে

আন্ডারডহ হিসেবেই দেখছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
ডিসেম্বরে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত অন্তর্বর্তীকালীণ কোচ ওলে গানার সুলশারের অধীনে ইউনাইটেড এ পর্যন্ত নয়টি জয় ও একটি ড্র পেয়েছে। কিন্তু লুকাকু বিশ্বাস করেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিই এই ম্যাচটিতে ফেবারিট। ক্যানাল প্লাস চ্যানেলে লুকাকু বলেছেন, ‘যথাযথ ভাল প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা জানি এমন একটি দলের বিপক্ষে আমরা মাঠে নামতে যাচ্ছি যারা টুর্নামেন্ট ফেবারিট। পিএসজি দলটির দিকে তাকালেই তার প্রমান পাওয়া যাবে। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের কোচও বিশ্বমানের। সমর্থক, ক্লাব মালিক সব মিলিয়ে ক্লাবটির পরিকল্পনা বেশ বড়। আমাদের জন্য সত্যিই ম্যাচটি বেশ কঠিন হবে।’
এদিকে পিএসজি অধিনায়ক ও ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, ‘ম্যানচেস্টারের বিপক্ষে দারুন একটি ম্যাচ অপেক্ষা করছে। তাদেরকে পরাজিত করতে হলে আমাদের ১১০ ভাগ খেলতে হবে। আর তা করতে না পারলেও সুলশার খুশী হয়েই মাঠ ত্যাগ করবেন।’
লিগ ওয়ানের ১০ পয়েন্টে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ড সফরে আসবে পিএসজি। এই ম্যাচেও লুকাকুর মূল একাদশে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মরিনহোর বিদায়ের পর সুলশারের বিবেচনায় খুব একটা সুযোগ পাননি বেলজিয়ামের এই তারকা স্ট্রাইকার। তার পরিবর্তে ইন-ফর্ম মার্কোস রাশফোর্ডের ওপরই বেশী আস্থা রেখেছেন সুলশার। যদিও ওল্ড ট্যাফোর্ডে ইউনাইটেডের দুর্দান্ত পারফরমেন্সে অস্থায়ী কোচের উপর বেশ খুশী লুকাকু। এ সম্পর্কে তিনি বলেন, ‘এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পুরো ক্লাবেই একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। সকলের মুখেই এখন অনেক বেশী হাসি, এই মুহূর্তে সবকিছুই ভালভাবেই এগিয়ে যাচ্ছে। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই সুযোগের সদ্ব্যাবহার করতে হবে। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বীতামূলক মনোভাব ফিরে এসেছে। যে কারনে ম্যাচের দিন সেটা মাঠে সবাই প্রমান করতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল জয়ের ধারায় রয়েছে।’
...

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন