বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনার নাজিরগঞ্জ- রাজবাড়ি নৌ রুটে ফেরি বন্ধ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৫৯ পিএম

পদ্মা নদীর পানি সংকটের কারণে পাবনার নাজিরগঞ্জ ইউনিয়নের জৌকড়া ফেরিঘাট থেকে রাজবাড়ী নৌরুটে দীর্ঘ ১৯ দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীর গভীরত্ব কমে যাওয়া এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফেরিপারপার বন্ধ থাকায় জন দুর্ভোগ বেড়েছে। বিকল্প পথে ইঞ্জিন চালিত নৌকা ও স্পীডবোডে লোকজন আসা যাওয়া করছেন। তবে বাস , ট্রাক, ফেরির না থাকায় পার হতে না পারার কারণে দুর্ভোগ দেখা দিয়েছে। নাজিরগঞ্জ থেকে রাজবাড়ি যেতে নৌ পথে সময় রাঘে মাত্র আধা ঘণ্টা। ঘুরপথে রাজবাড়ি যেতে অনেক সময় ব্য হয়। এই অঞ্চলের মানুষজন এই নৌরুটটি ব্যবহার করে আসছেন। প্রতি শুষ্ক মওসুম শুরুর প্রারম্ভেই এই অবস্থার সৃষ্টি হয়। তখন টনক নড়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের। তড়িঘড়ি করে এ্যাপ্রোচ রোড তৈরি, ড্রেজিং কার্য চালায় তারা। নদী এখন ড্রেজিং করে নৌ পথ স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে। ফি বছর এ্যাপ্রোচ রোড করতে হয়। এত সরকারী অর্থের অপচয় হয়। সওজ সূত্রে জানা গেছে , আগামী শনিবারের মধ্যে ফেরি চলাচল করবে। এটাও সম্ভবানার কথা। সময় আরও দু/একদিন বেশী লাগতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন