শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জরুরি অবতরণ করল সু চির হেলিকপ্টার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২২ পিএম

মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং দেশটির শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চিকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করেছে। মূলত হাইড্রোলিক ফ্লুইড লিকের কারণে এটা দুর্ঘটনার কবলে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই একে জরুরি অবতরণ করানো হয়েছে। সেনা সূত্রের বরাতে করা প্রতিবেদনে এই হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির পূর্বাঞ্চলের শান প্রদেশের মং তন শহরের তা সেং সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে প্রদেশটিতে যাচ্ছিলেন দেশটির এ স্টেট কাউন্সিলর। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মং স্যাত শহরে হেলিকপ্টারটিকে আচমকা জরুরি অবতরণ করাতে বাধ্য হন উপস্থিত দুই পাইলট।
এ প্রসঙ্গে স্টেট কাউন্সিলরের মুখপাত্র ইউ জ হতাই বলছেন, ‘পাইলটদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণে আজ আমরা এক বিশাল দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। পাইলটদের আচমকা এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় স্টেট কাউন্সিলর সু চি তাদের ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া হেলিকপ্টার এবং পাইলট নির্বাচন করার জন্য সু চি তাতমাদাওর (সামরিক বাহিনী) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
এদিকে মং তন শহর শাখার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারম্যান ইউ তিন খিয়াং বলেছেন, ‘হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই এর হাউড্রলিক লিক ধরা পড়ে। যে কারণে পাইলটদয় তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটি অবতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।’
অপরদিকে দেশটির কেন্দ্রীয় সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ইউ উইন মিয়াত আয়ে বলেছিলেন, ‘মিয়ানমার সরকারের নিজস্ব কোনো হেলিকপ্টার নেই। যে কারণে স্টেট কাউন্সিলরের সেই সফরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছিল।’
উল্লেখ্য, এ ঘটনার পরে অপর একটি হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Kowaj Ali khan ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৭ পিএম says : 0
শান্তিতে নোবেল বীজয়ী এই শয়তানকে আমি জুতা মারিব। ইনশাআল্লাহ। এই খোনী সহ সকল বারমার খোনীকে ধরিয়ে দিন।
Total Reply(0)
Sk shayesta ১৪ নভেম্বর, ২০১৯, ১২:৪৭ পিএম says : 0
সুচি তুই জাহান্নামের আগুন কে ভয় কর।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন