মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, শিক্ষার্থীদেরকে কেবল উচ্চ শিক্ষিত করে দায় সারলে হবে না। তাদের সৎ, নীতিবান, ন্যায়নিষ্ঠ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করার প্রেরণা এবং দীক্ষাও দিতে হবে। নৈতিকতা, সততা, দেশপ্রেম, মানবতাবোধ, মানবপ্রেম ও নৈতিক চরিত্র গঠনের শিক্ষা-দীক্ষা শিশু বয়সেই শুরু করতে হবে। শুধু পড়ালেখায় কৃতিত্ব ও সেরা অবস্থান তৈরির প্রতিযোগিতায় না নেমে তাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষাও দেয়া জরুরি। শাহসুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর ৮২তম খোশরোজ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) মাইজভাণ্ডার দরবারে মইনীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ক্বেরাত, নাত, গজল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্যালিগ্রাফার চীনা নাগরিক কোয়াং জিয়াং মি (হাজী নূর দ্বীন)। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান মো. আজাদ হোসেন আজাদ। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে মাওলানা বাকের আনসারী, মাওলানা মাসুমুর রশিদ, মাওলানা সেলিম রিয়াজ, মো. জয়নাল আবেদীন, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সরওয়ারুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীসহ অতিথিবৃন্দ। এতে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন