বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদি দুর্নীতির রাজা : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মোদি বিরোধিতার ঝাঁঝ আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার তাকে ‘দুর্নীতির রাজা’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, টাকার ওপর ভর করে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন বলেও অভিযোগ মমতার। এদিন ময়নাগুড়িতে এক জনসভায় দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এর জবাবে সাংবাদিক সম্মেলনে নমোকে পাল্টা আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘উনি ভারত সম্পর্কে কিছু জানেন না। গোধরাকান্ডের পরে উনি এখানে এসেছিলেন। উনি রাফালের মূল কারিগর। উনি নোট বাতিলের হোতা। উনি দুর্নীতির শিরোমণি। ঔদ্ধত্যের প্রতীক উনি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা (বিরোধীরা) একসঙ্গে কাজ করছি বলে উনি (প্রধানমন্ত্রী) ভয় পেয়ে গেছেন। আমি কখনও কাউকে ভয় পাইনি। সবসময় আমি নিজের মতো করে লড়াই করেছি। মা-মাটি-মানুষকে সম্মান করেছি। অন্যদিকে, অর্থবলের কারণে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা দুর্ভাগ্যজনক।’
সিবিআই থেকে আরবিআই- সবাই মোদিকে বিদায় জানাতে ব্যাকুল বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন