মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলকে বিমান হামলা বন্ধ করতে হবে : রাশিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, তেল আবিবকে অবশ্যই এ ধরনের ‘স্বেচ্ছাচারী’ বিমান হামলা বন্ধ করতে হবে। সিরিয়ায় জানুয়ারি মাসে বেশ কয়েকবার বিমান হামলা চালায় ইসরাইল। এসব হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সা¤প্রতিক ইসরাইলি হামলার প্রেক্ষিতে আমরা একটি সার্বভৌম দেশের ওপর এ ধরনের ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের যে কোনও হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করা ছাড়া অন্য কোনও হামলা চালানো যাবে না। ইসরাইল সিরিয়ায় হামলা চালিয়ে মাঝেমধ্যে দাবি করে, তারা ‘ইরানি অবস্থানে’ হামলা চালিয়েছে। পার্সটুডে, আনাদোলু ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৬ এএম says : 0
Russia have free license to kill muslim in Afganistan.....now killing muslims in Syria---Why not Attack Israel?????????????????
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন