স্টাফ রিপোর্টার : প্রায় ৪ বছর পর নতুন কোন গানে দ্বৈত কণ্ঠ দিলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী। আসছে ভালোবাসা দিবসে ‘ভালোবাসার রং’ শিরোনামের একটি অ্যালবামের জন্য তারা গেয়েছেন। গোলাম মরশেদের কথায় গানটির সুর করেছেন তমাল। গত ২৫ জানুয়ারি গানটির রেকর্ডিং স¤পন্ন হয়। গানের প্রথম কয়েকটি লাইন হল- আমার হাতে দিও সবুজ রং/ আঁকবো আমি একটি টিয়াপাখী/ দিও হাতে নীল তারাদের আলো/ আঁকবো আমি অবাক জোনাকী/ সাথে দিও মনেরই রং কিছু/ সাজিয়ে দেবো সুখের পৃথিবী। ফাহমিদা নবী বলেন, প্রায় ৪ বছর আগে কাছে আসার গল্পর জন্য পার্থ দার সঙ্গে গান করেছিলাম। এরপর এই গানটি। গোলাম মরশেদের লেখা মিষ্টি প্রেমের কথামালায় প্রাণবন্ত একটি সুরারোপ করেছে তমাল। আশা করি, গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন