বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউটিউব গোল্ড প্লে বাটন পেল ধ্রুব মিউজিক স্টেশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন তার ইউটিউব চ্যানেলে ১০ লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় কর্তৃপক্ষ গোল্ড প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ইউটিউবের সাবস্ক্রাইবার সাড়ে ১১ লাখের উপরে। ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারী ডিএমএস প্রতিষ্ঠার ২ বছর পুর্ণ হবে। এই অল্প সময়ে একটি প্রতিষ্ঠানের এতবড় অর্জন নিঃসন্দেহে আনন্দের। শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ ধ্রুব মিউজিক স্টেশনের সব ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মাননা কেবল ধ্রুব মিউজিক স্টেশনের নয়, পুরো বাংলাদেশের, সকল বাংলা সংগীতপ্রেমীদের। ভাবিষ্যতে ডিএমএস তাদের এই সম্মাননার কথা মাথায় রেখে অতীতের ন্যায় বাংলা সঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক কটেজ, ধ্রুব টিভি এবং ছবিমেলাও ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার প্লে বাটন অর্জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন