বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুরুষ এমপিদের খাতনার পরামর্শ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

তানজানিয়াতে পুরুষ এমপিদের খাতনার পরামর্শ দিয়েছেন একজন নারী সহকর্মী। সংসদ অধিবেশনে এক বিতর্কের সময় জ্যাকলিন এঙগনিয়ানি নামের ওই নারী এমপি বলেছেন, যেসব পুরুষ সংসদ সদস্যের খাতনা করানো নেই তাদের অবিলম্বে সেটি করিয়ে নেয়া উচিৎ। আর তার এই পরামর্শে বিভক্ত হয়ে পড়েছেন সংসদ সদস্যরা। কিছু সংসদ সদস্য এই পরামর্শকে ব্যক্তি ‘স্বাধীনতা বিরোধী’ ও ‘অমার্জিত পরামর্শ’ বলে অভিহিত করেছেন। রোববার একটি প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার অন্যান্য দেশেও একই ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। আর এর সঙ্গে সম্পর্ক রয়েছে এইচআইভির জীবাণু সংক্রমণের বিষয়টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, খাতনার মাধ্যমে এইচআইভি জীবাণু ছড়ানোর ঝুঁকি ৬০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। এ বিষয়ে তাদের কাছে জোরালো প্রমাণ রয়েছে। খাতনার সময় পুরুষদের যৌনাঙ্গের ত্বকের বাড়তি যে অংশটি ফেলে দেয়া হয়, সেখান থেকে এইচআইভি জীবাণু বেশি প্রবেশ করার সুযোগ পায় বলে মনে করেন গবেষকরা। তাই খাতনা এইচআইভি সংক্রমণ পুরোপুরি বন্ধ না হলেও কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। এটি বেশি কাজ করে নারীদের সঙ্গে যে পুরুষরা যৌন সম্পর্ক করেন তাদের ক্ষেত্রে। তবে সমকামী পুরুষদের ক্ষেত্রে এটি কতটা কাজ করে তা নিয়ে সন্দেহ রয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন