বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্থনীতির পাওয়ার হাউস : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একসময় কিম জং উনের হাত ধরে উত্তর কোরিয়াই হবে বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠকের দিনক্ষণ ঘোষণার সময় কিমকে প্রশংসায় ভাসান ট্রাম্প। শুক্রবার জোড়া টুইটে ট্রাম্প নিজেই বৈঠকের স্থান ও সময় নিশ্চিত করেছেন। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এ বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট এর আগে উত্তরের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের তারিখ ও কোন দেশে বৈঠক হতে যাচ্ছে তা জানালেও, স্থানের নাম সুনির্দিষ্ট করেননি। দুই নেতার আসন্ন শীর্ষ বৈঠকের আগে পিয়ংইয়ংয়ে মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগেনের সঙ্গে উত্তরের কর্তাব্যক্তিদের ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খুবই ফলপ্রসূ বৈঠক এবং কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ নিয়ে সমঝোতা শেষে আমার প্রতিনিধিরা মাত্রই উত্তর কোরিয়া ছেড়েছেন। আমাদের বৈঠকটি ভিয়েতনামের হ্যানয়ে হতে যাচ্ছে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।’ ট্রাম্প আরও বলেন, ‘চেয়ারম্যান কিমের সঙ্গে আমি শান্তির পথে ধাবিত হচ্ছি। উত্তর কোরিয়া কিম জং উনের নেতৃত্বে বৃহত্তম অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত হবে। তিনি অনেককে বিস্মিত করতে পারেন। কিন্তু আমি অবাক হব না। কারণ, আমি তাকে (কিম) জেনেছি এবং তার সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অবগত।’ কিমের উদ্দেশে ব্যঙ্গ করে বহুবার ‘লিটল রকেটম্যান’ শব্দ ব্যবহার করেছেন ট্রাম্প। তবে এবার বললেন একটু ভিন্ন আঙ্গিকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরিয়া অন্য ধরনের একটি রকেট হবে, সেটি একটি অর্থনীতির রকেট। গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। উদ্দেশ্য, কোরিয়া উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করা। প্রথম বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণে কিম প্রতিশ্রুতি দিলেও কোনো রূপরেখা দেননি। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও অবরোধ প্রত্যাহারসহ অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি পাননি কিম। এবিসি নিউজ, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন