জনপ্রিয় মাইক্রোবগিং প্লাটফর্ম টুইটার ভারতীয় কোনও অ্যাকাউন্টে ‘কাউ বা গরু’ শব্দ দেখলেই সেই অ্যাকাউন্ট ব্যান করছে বা ওই টুইটটি মুছে দিচ্ছে। ভারতীয় এই গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তাদের টুইটে ‘গরু’ শব্দটি কোনোভাবে ব্যবহৃত হলেই সেই টুইট মুছে দেওয়া হচ্ছে। তবে ভারতের বাইরে থেকে একই পোস্টটি করা হলে বাইরের ব্যবহারকারীরা তা দেখতে পাচ্ছেন। নিউইয়র্কভিত্তিক সাংবাদিক সারাহ সালভেদর অ্যামজনের প্রধান জেফ বেজোসের লেখা একটি নিবন্ধ টুইটারে শেয়ার করে ‘হলি কাউ!’ শব্দ দুটি লিখেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন