পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল বীরেন্দর সিংহ ধানোয়া।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে গতকাল রোববার বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছান। আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার স্ত্রী কামালপ্রিত ধানোয়া ও দুই সদস্যের প্রতিনিধি দল রয়েছেন।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বীরেন্দর। বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারতের বিমান বাহিনী প্রধানের বাংলাদেশ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন