ভোলায় এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এক শিক্ষিকাকে মারধরে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঐ শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় হামলাকারি শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষকরা। জানাযায়, গত শনিবার ছিলো গনিত পরীক্ষা। এই পরীক্ষায় জয়নুল আবেদিন ল্যাবরটারি হাই স্কুলের সহকারি শিক্ষিকা আছমা খাতুন বাংলাবাজার ফাতেমা খানম বালিকা বিদ্যালয়ের ৮ নম্বর কক্ষ পরির্দশক হিসাবে দায়িত্ব পালন করছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ৮নং রুমে শিক্ষার্থীরা নকল করার চেষ্টা করলে ঐ শিক্ষিকা নকল করতে না দেয়ায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা শিক্ষিকার উপর অতর্কিত হামলা করে। এতে সহকারী শিক্ষিকা আছমা খাতুন গুরত্বর আহত হয়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামাল হোসেন বলেন, ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্র সচিবকে দিয়ে তদন্ত করা হয়েছে। দুইজন শিক্ষার্থী ঐ শিক্ষকের উপর হামলা করে। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন