চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছিয়াত্তরবিঘা এলাকায় চোরাচালানীদের সঙ্গে বিজিবির গোলাগুলির পর সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নে প্রেসব্রিফিং করে গোলাগুলির ঘটনা ও আগ্নেয়াস্ত্র-মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দীন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল আগে থেকেই অবস্থায় নেয় ছিয়াত্তরবিঘা এলাকায়। রাত পৌণে ১টার দিকে সন্দেহজনক একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করলে সেখানে থাকা চোরাচালানীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে প্রাইভেট কারে আগুন লেগে গেলে চোরাচালানীরা পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে ৩টি পিস্তল, দুটি ওয়ার শুটার গান ও ৮১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, চোরাচালানীদের ২ থেকে ৩ রাউন্ড গুলির জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন