সংবাদপত্র কখনও পুরাতন হয়না উল্লেখ করে দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, সংবাদে নতুনত্ব এবং বৈচিত্র্য আনতে হবে। দৈনিক ইনকিলাব জাতীয় স্বার্থ সুরক্ষা এবং ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের পক্ষে জনমত গঠনে বলিষ্ট ভূমিকা অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীদিনে এ ভূমিকা আরোও জোরালো হবে। উন্নয়ন ও জনকল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ গুরুত্বের সাথে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার উপরও জোর দেন তিনি। বুধবার পূণ্যভূমি সিলেটে দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধানদের এক প্রীতি সম্মিলনে তিনি এসব কথা বলেন। শহরতলির খাদিমে এক্সেলসিয়র রিসোর্ট মিলনায়তনে আয়োজিত সম্মিলনে সারাদেশ থেকে আসা দৈনিক ইনকিলাব ব্যুরো ও আঞ্চলিক প্রধানগণ অংশ নেন।
দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেন, নতুন সরকারের নতুন পথচলায় উন্নত দেশ গড়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। জনআকাঙ্খা পূরণে বেশকিছু পদক্ষেপও নেয়া হচ্ছে। জনগণের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ জোরালোভাবে তুলে ধরতে হবে। উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে পরিচালিত যেকোন উদ্যোগকে ইতিবাচকভাবে উপস্থাপন করার তাগিদ দেন তিনি। একইসাথে সরকারের ভুলত্রুটির গঠনমূলক সমালোচনার উপরও গুরুত্বআরোপ করেন ইনকিলাব সম্পাদক।
তিনি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে বুড়িগঙ্গা, কর্ণফুলিসহ নদী রক্ষায় অবৈধ দখল উচ্ছেদে সাঁড়াশি অভিযানকে ইতিবাচক উল্লেখ করে বলেন, এই পদক্ষেপ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী-পাহাড়সহ জীব বৈচিত্র্য রক্ষায় দৈনিক ইনকিলাব সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। এএমএম বাহাউদ্দীন বলেন, জাতীয় স্বার্থে ইনকিলাব কখনও আপোস করেনি। আগামী দিনের পথচলায় দেশ ও জনগণের পক্ষে ইনকিলাবের ভূমিকা আরোও জোরদার হবে। উন্নয়ন, বিনিয়োগ, পর্যটনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইনকিলাব সবসময় সোচ্চার রয়েছে। দুর্নীতি, মাদক, নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত গঠন করছে। এই ধারা অব্যাহত রাখতে সারাদেশ থেকে আসা ইনকিলাব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে তিনি ইনকিলাব সাংবাদিকদের কানেক্টটিভিটি কাজে লাগিয়ে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার প্রকৃত চিত্র তুলে ধরার তাগিদ দেন।
দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক ও ইনকিলাব ব্যুরো চীফ ফোরামের উপদেষ্টা রেজাউর রহমান সোহাগ বলেন, জন্মলগ্ন থেকেই ইনকিলাব দেশ এবং জনগণের কল্যাণে আপোষহীন ভূমিকা পালন করে যাচ্ছে। সম্পাদক এএমএম বাহাউদ্দীনের নেতৃত্বে নিরন্তর এই পথচলা আগামী দিনে আরোও শাণিত হবে। নবগঠিত ব্যুরো চীফ ফোরামের সভাপতি ও যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা বলেন, ইনকিলাবের পথচলা কখনই মসৃণ ছিল না। তবে আমাদের অগ্রযাত্রা কখনও থেমে থাকেনি। সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্বে আমরা নিরন্তর এগিয়ে যাচ্ছি।
রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, আজকে (মঙ্গলবার) ঋতুরাজ বসন্তের প্রথম দিন উল্লেখ করে বলেন বর্ণাঢ্য এ সম্মিলনের মধ্যে দিয়ে ইনকিলাবের নতুন বসন্ত শুরু হল, এই পথচলা অব্যাহত থাকবে অনন্তকাল।
চট্টগ্রামের ব্যুরো প্রধান শফিউল আলম বলেন, আমরা এমন একজন সম্পাদক পেয়েছি যিনি গতকাল ও আজ নয়, শুধু আগামী নিয়েই ভাবেন। তাঁর নেতৃত্বে দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা আগামীতে আরোও সমৃদ্ধ হবে।
স্বাগত বক্তব্যে সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমীন বলেন, পূণ্যভূমি সিলেটের এই সম্মিলন ইনকিলাব সাংবাদিকদের পথচলায় নতুন প্রেরণা যোগাবে। দেশের অন্যতম জনপদ সিলেটে এমন আয়োজনের জন্য তিনি ইনকিলাব সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রীতি সম্মিলনে ব্যুরো চীফ ফোরামের সাধারণ সম্পাদক ও নোয়াখালি ব্যুরো প্রধান আনোয়ারুল হক আনোয়ার, চীফ কো-অর্ডিনেটর ও ব্যুরো চীফ ফোরামের কোষাধ্যক্ষ মো. রবিউজ্জামান, বরিশাল ব্যুরো প্রধান নাসিম উল আলম, বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু, ময়মনসিংহ ব্যুরো প্রধান শামসুল আলম খান, কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক সারেক, খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, ম্যানেজার (বিজ্ঞাপন) আনোয়ার সাদাত মুরাদ, সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণের বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইনকিলাবের আইটি প্রধান সৈয়দ আহসানুর রহমান গালীব। দু’দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনকে ব্যুরোচীফ ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ১৩ ফেব্রুয়ারি ২০১৯
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন