শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সালমান এফ রহমানের সঙ্গে নোয়াব নেতৃবৃন্দের সাক্ষাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার গুলশানে বেক্সিমকো গ্রুপের কার্যালয়ে গিয়ে সালমান এফ রহমানের সঙ্গে দেখা করে নোয়াবের প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান। সালমান এফ রহমান এই প্রথম এমপি হয়েই মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
সাক্ষাৎকালে নোয়াব নেতৃবৃন্দ সংবাদপত্র শিল্পে বিদ্যমান সমস্যা তুলে ধরেন। উপদেষ্টা সালমান এফ রহমান সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং নিউএজের প্রকাশক শহিদুল্লাহ বাদল খান, দ্য ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক এম শামসুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন