শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মসজিদ নির্মাণে জন্য দরপত্র আহ্বান

সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১১২টির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া, প্রকল্পের আওতায় ৩৪৬টি স্থান চূড়ান্ত করা হয়েছে এবং প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে সরকার দলীয় এমপি মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করেছে। এই মসজিদগুলো স্থাপনে জেলা পর্যায়ে ৪ তলা ভবনের জন্য প্রায় ১৫ কোটি টাকা এবং উপজেলা পর্যায়ে ৩ তলা ভবনের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন