মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (ভ‚মি) কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে তাকে ও তার সিএ আমিনুল ইসলামসহ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নিগার সুলতানাকে অপরিচিত নাম্বার থেকে তাদের ব্যবহৃত মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে অজ্ঞাত ব্যক্তি মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন।
চাঁদার টাকা দিতে অস্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, তার সহকারী আমিনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানাসহ তাদের পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, শ্রীনগর থানায় একটি জিডি করা হয়েছে। পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন