শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাপান গেলেন ব্যাডমিন্টন কোচ এনায়েত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৬ পিএম

জাপান গেলেন বাংলাদেশ ব্যাডমিন্টনের সাবে জাতীয় চ্যাম্পিয়ন শাটলার ও কোচ এনায়েত উল্লাহ খান। নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির আমন্ত্রনে দ্বিতীয় দফা দেশটিতে তিনি। এর আগে গত বছরের জুলাই মাসের মাঝামাঝিতে প্রথমবার ব্যাডমিন্টন ওয়ার্কশপে অংশ নিতে জাপান গিয়েছিলেন এনায়েত। আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিওতে প্যারা স্পোর্টস ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এই ওয়ার্কশপে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ব্যাডমিন্টন কোচ এনায়েত ও কৃতি রাগবী কর্মকর্তা পাপ্পু লাল মদক। এ কোচিং ওয়ার্কশপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃতি খেলোয়াড়র ও সংগঠকদের আমন্ত্রন জানানো হয়। জাপান যাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার রাতে এনায়েত বলেন, ‘জাপানের এই স্পোর্টস ওয়ার্কশপ আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ন। ২০২০ সালে অলিম্পিকের আসর বসবে জাপানে। সেটিরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় আমরা ওয়ার্কশপে অংশ নিচ্ছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত। আমাদেরকে মনোনীত করায় ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন