শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলিতে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে আগ্রহী আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনিয়েরা গতপরশু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনিয়েরা, প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রার্থিতা উপস্থাপন করতে রাজি হয়েছেন।’ এর আগে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের ইচ্ছার কথা জানায় মরক্কো, স্পেন ও পর্তুগাল। একই ইচ্ছা প্রকাশ করে গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া ও রোমানিয়াও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন