শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রেলমন্ত্রীর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হলে সর্বপ্রথম রেল লাইনের উন্নয়ন করতে হবে সে কারনে রেলের মহাপরিকল্পনার মধ্যে সরকার এটির উপর গুরুত্ব দিয়েছে সরকার। গতকাল শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রেলপথে যেসব স্টেশন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। জনবল ঘাটতিপূরণ করা হবে এই লোকোমোটিভ কারখানাসহ সর্বত্র। ঐতিহ্যবাহী পার্বতীপুর ৪ লাইনে জংশন স্টেশনকে রিমডেলিং করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে। রেলমন্ত্রী শনিবার বিকেল সাড়ে ৪ টায় পার্বতীপুর আগমন করে লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। পরে তিনি পার্বতীপুর রেল জংশন স্টেশনে অবস্থানরত লোকাল ট্রেনের বগিতে উঠে বগিগুলো পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন