বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইনকিলাব প্রতিষ্ঠার পর ইসলামী মিডিয়ায় নতুন কেউ গতি আনতে পারেনি

আলোচনা অনুষ্ঠানে ইসলামী নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সবার খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ বলেন, আলেমরাই সংবাদপত্র সর্বপ্রথম শুরু করেছিলেন। মাওলানা আকরাম খাঁ মুসলিম সাংবাদিকদের জনক। মুসলিম সাংবাদিক তৈরিতে মাওলানা আব্দুল মান্নান ইনকিলাব প্রতিষ্ঠা করে ইসলামী ধারার সংবাদপত্রের সফলতা অর্জন করে গেছেন। এ ধারাবাহিকতায় ইসলামী পত্রিকার জগতে একটি ধারা সুচিত হলেও অন্য কেউ অধিক গতি আনতে পারেনি। ইসলামী অঙ্গনের পত্রিকা প্রকাশ ও সাংবাদিকতার বিমুখতা এবং ইসলামী লেখকদের উদ্যোমের অভাবই এজন্য দায়ী। নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী অঙ্গনের ব্যবসায়ী এবং বিত্তশালীরা অর্থনৈতিক সহায়তায় এগিয়ে আসলে ইসলামী মিডিয়া আরো গতিশীল হবে। কারণ পত্রিকার মাধ্যমেই তৃণমূল থেকে লেখক ও সাংবাদিক তৈরি হয়।

গতকাল বাদ মাগরিব পুরানা পল্টনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম ঢাকার প্রিন্সিপাল মুফতি যোবায়ের গণি। সম্পাদক মাওলানা আব্দুল গাফফারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আজগর, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান, ইসলামিক বুদ্ধিজীবি ফ্রন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, কলরবের পরিচালক রশিদ আহমদ ফেরদাউস, ইনসাফ ২৪ ডটকম এর সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, মাসিক আদর্শ নারী সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী, লেখক মুহাম্মাদ আব্দুল জলিল, শায়েখ উসমান গণি, সৈয়দ শামছুল হুদা, মাওলানা আফজাল হুসাইন প্রমূখ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পত্রিকার পক্ষ থেকে ৫জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন