শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিংড়ির ঘের খুঁড়তে বেরিয়ে এলো ৩২ গ্রেনেড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৩ পিএম

খুলনার পাইকগাছা উপজেলার লষ্কর ইউনিয়নে চিংড়ির ঘেরের মাটি কাটার সময় ৩২টি গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডগুলো উদ্ধারে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে গ্রেনেডগুলো সেখানে পাওয়া যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল শেখ জানান, লষ্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল কালামের ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেড দেখা যায়। এলাকাবাসী গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেডগুলো দেখে উদ্ধারের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে পুঁতে রাখা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন