বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ত্রাণ নিয়ে কলম্বিয়ায় মার্কিন বিমান

ভেনেজুয়েলার কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভেনেজুয়েলার জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিয়ে কলম্বিয়ার সীমান্ত শহর কুকুতায় পৌঁছেছে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি বিমান। নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর অনুরোধে পাঠানো ত্রাণগুলো সেখানে মজুদ করে রাখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এসব ত্রাণ মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অপরদিকে গুইদো বলেছেন, ভেনেজুয়েলার স্বেচ্ছাসেবকরা ২৩ ফেব্রুয়ারি এসব ত্রাণ সীমান্ত পার করে নিয়ে যাবেন। এ দিনটি থেকেই ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ প্রবেশ করতে শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। কুকুতায় এক সংবাদ সম্মেলনে ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন জানিয়েছেন, ভেনেজুয়েলা বাড়তে থাকা মানবিক সংকটের কবলে পড়ায় গুইদো এসব ত্রাণের অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, “শিশুরা অনাহারে থাকছে, ভেনেজুয়েলার প্রায় প্রত্যেক হাসপাতাল ওষুধের গুরুতর ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে।” এটি আঞ্চলিক সংকটের রূপ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, খাবার ও ওষুধের সন্ধানে ৩০ লাখ ভেনেজুয়েলান প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। এরা আগে খবরে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ প্রয়োগে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান ও মাদুরো সরকারের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, তারা পিডিভিএসএর প্রধান ম্যানুয়েল কুয়েভেদো, গোয়েন্দা সংস্থার তিনজন কর্মকর্তা ও রাফায়েল বাস্টার্ডোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন কর্মকর্তারা জানান, ভেনিজুয়েলার জাতীয় পুলিশ বিভাগের প্রধান রাফায়েল বাস্টার্ডো মাদুরোর পক্ষে অনেকগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্ত কুকুতায় মানবিক সাহায্য পাঠাতে পেন্টাগন ও মার্কিন ত্রাণ সংস্থার সঙ্গে কাজ করছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের চেষ্টার অংশ হিসেবেই এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভেনিজুয়েলার ২০১৮ সালের নির্বাচনকে অবৈধ দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে দেশটি। কুয়েভেদো এক টুইটে জানান, শান্তির নিশ্চয়তা দেয়ার অপরাধে এবং যুক্তরাষ্ট্র ও তাদের জোটের বিরুদ্ধে ভেনিজুয়েলায় অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তোলায় ভেনিজুয়েলার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন