শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আমরা আল্লাহর অনুসারি অন্য কারো নই

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৬ পিএম | আপডেট : ৮:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

মঙ্গলবার মাওলানা শাদ অনুসারিদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচেছ এবারের ৫৪ তম বিশ্ব ইজতেমার আসর। এর আগে গত ১৫ ও ১৬ ফ্রেবুয়ারির যোবায়ের অনুসারিদের ২ দিন ব্যাপি ইজতেমা শেষে আখেরি মোনাজাত অনুষঠিত হয়।

ইজতেমায় আগত একাধিক মুসুল্লি জানান,আমরা কারো অনুসারি নই আমরা কেবল আল্লাহ অনুসারি। এই বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মধ্যে কোন প্রকার মতবেদ নেই।
গত পবে ইজতেমা ময়দানে জায়গা না হওয়ায়
আমরা এ পব এসেছি। তারা আরো জানায়, এই বিশ্ব ইজতেমা নিয়ে যারা মতবেদ সৃষ্টি করেছে তাদের ইমান দুবল। এর আগে ইজতেমা নিয়ে যারা একে অপরের রক্ত জড়িয়েছে তারা কোন ভাবেই আল্লাহরর অনুসারি হতে পারে না ।

এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের রক্ত জরানোই প্রমান করে তাদের ঈমান দুবল। আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি এই বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মধ্যে কোন প্রকার মত বিরোধ থাকা উচিত নয়।

তারা আরো বলেন, আমরা মাওলানা যোবায়ের ও মাওলা শাদ অনুসারি নই, আমরা কেবল আল্লাহর অনুসারি ।

এত বছর ধরে চলে আসা মুসলমানদের এই বিশ্ব ইজতেমা নিয়ে আর যেন কোন প্রকার বিরোধ না হয় এ ব্যাপারে ইজতেমা আয়োজকদের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
রবিউল ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:০৬ পিএম says : 0
হজ্জ করতে মানুষের কোন সমস্যা নেই তেমনি ইজতেমা আমাদের এত সমস্যা কেন
Total Reply(0)
মো: সোহেল রানা ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১৪ পিএম says : 0
কথা কিন্তু সত্যি, আমরা সবাই আল্লাহ্‌র পন্থী। ।
Total Reply(0)
ওবাইদুল ইসলাম ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৪৬ পিএম says : 0
মুসলমানরা রাসুলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ (সাঃ) এর উম্মত বা অনুসারী। আল্লাহ তায়ালার বান্দা । ভাল করা বুঝে নেওয়া উচিৎ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন