শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৬ পিএম

লোকসভার ভোটের দিন এখনও চূড়ান্ত না হলেও আইপিএলের প্রথম দু’সপ্তাহের সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথম ১৭ ম্যাচের সূচি প্রকাশ করেছে বোর্ড। ২৩ মার্চ চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম ভারত অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট। পরের দিন অর্থাৎ ২৪ মার্চেই ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স।
২৩ মার্চ শুরু হয়ে আইপিএলের প্রথম পর্ব চলবে এপ্রিল মাসের ৫ তারিখ পর্যন্ত। এসময়ের মধ্যে ৮টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। সব দল কমপক্ষে ৪টি করে ম্যাচ খেলবে। তবে নবাগত দল দিল্লি ক্যাপিট্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু খেলবে ৫টি ম্যাচ। নিজেদের ৪টি ম্যাচের মধ্যে দলগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে ২টি খেলবে ঘরের মাঠে এবং ২টি প্রতিপক্ষের মাঠে। শুধু দিল্লি ক্যাপিট্যালস নিজেদের ৫ ম্যাচের মধ্যে ৩টি ঘরের মাঠে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৩টি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।
মূলত লোকসভা নির্বাচনের তারিখ নির্ধারিত হয়নি বলেই পূর্ণাঙ্গ সূচি দিতে পারেনি আইপিএল আয়োজকরা। আনুষ্ঠানিক এক বার্তায় তারা জানিয়েছে, ‘এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর খেয়াল রাখা হবে আইপিএলের প্রথম দু’সপ্তাহের উপর প্রভাব পড়ে কি-না। তার ওপর ভিত্তি করে বাকি সূচি ঠিক করা হবে। তবে যাই সিদ্ধান্ত নেয়া হবে তা স্থানীয় প্রশাসনের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করেই দেয়া হবে।’

একনজরে দেখে নিন আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি-
তারিখ বার সময় ম্যাচ ভেন্যু
২৩ মার্চ শনিবার রাত সাড়ে ৮টা চেন্নাই-বেঙ্গালুরু চেন্নাই
২৪ মার্চ রোববার বিকেল সাড়ে ৪টা কলকাতা-হায়দরাবাদ কলকাতা
২৪ মার্চ রোববার রাত সাড়ে ৮টা মুম্বাই-দিল্লি মুম্বাই
২৫ মার্চ সোমবার রাত সাড়ে ৮টা রাজস্থান-পঞ্জাব রাজস্থান
২৬ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিল্লি-চেন্নাই দিল্লি
২৭ মার্চ বুধবার রাত সাড়ে ৮টা কলকাতা-পঞ্জাব কলকাতা
২৮ মার্চ বৃহঃবার রাত সাড়ে ৮টা বেঙ্গালুরু-মুম্বই বেঙ্গালুরু
২৯ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টা হায়দরাবাদ-রাজস্থান হায়দরাবাদ
৩০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টা পঞ্জাব-মুম্বই মোহালি
৩০ মার্চ শনিবার রাত সাড়ে ৮টা দিল্লি-কলকাতা দিল্লি
৩১ মার্চ রবিবার বিকেল সাড়ে ৪টা হায়দরাবাদ-বেঙ্গালুরু হায়দরাবাদ
৩১ মার্চ রবিবার রাত সাড়ে ৮টা চেন্নাই-রাজস্থান চেন্নাই
১ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টা পঞ্জাব-দিল্লি মোহালি
২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টা রাজস্থান-বেঙ্গালুরু রাজস্থান
৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টা মুম্বাই-চেন্নাই মুম্বাই
৪ এপ্রিল বৃহঃবার রাত সাড়ে ৮টা দিল্লি-হায়দরাবাদ দিল্লি
৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টা বেঙ্গালুরু-কলকাতা বেঙ্গালুরু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Rajib khan ৫ মার্চ, ২০১৯, ২:২৯ পিএম says : 0
বাংলাদেশের অন্য দলের সাথে কি কোন ক্রিকেট খেলা আছে?
Total Reply(0)
Riyad Raj ১৪ মার্চ, ২০১৯, ৩:০৫ পিএম says : 0
সব খেলায়ে জেনো বাংলাদেশ লয়ে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন