শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাগরিক সুবিধা নিশ্চিত না করে করারোপে সরকারের ভাব-মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে -মহিউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না করে নগরবাসীর উপর করারোপ জনকল্যাণমুখী সরকারের ভাব-মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে। গতকাল (শনিবার) চশমাহিলস্থ বাসভবনে জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) এর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীর পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্য সেবা খাত এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। চট্টগ্রাম বন্দর, রেলওয়েসহ অনেক সরকারি-আধাসরকারি সংস্থার কাছে শত শত কোটি টাকার রাজস্ব আদায় হলে নগরবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ে না এবং সিটি কর্পোরেশনের সেবা খাতের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জোয়ার বইবে।
তিনি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাহীনতা ও জীর্ণ দশার চিত্র তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনা ভেঙে বহিরাগতরা অবাধে যাতায়াত করছে। তারা এখানে লুটপাট করছেন। বন্দরের শ্রমিকদের কাজের পরিবেশ নেই, পানি ও টয়লেট নেই, লেবার শেড নেই। এখানে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন নেই। অথচ বন্দর তহবিল থেকে বিপুল অর্থ বাইরে চলে যাচ্ছে এবং এভাবে বন্দরকে তহবিল শূন্য করা হচ্ছে। জাসদ (ইনু) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জ উ বাবুল, বেলায়েত হোসেন, আবুল কাসেম, আমিনুর রসুল, অভিক ওসমান, তপন চৌধুরী, আহমদ সরিফ, সেমিল চৌধুরী, সাইফুল আকতার, মঈনুল আলম খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন