বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে, আন্তর্জাতক, মাতৃভাষা দিবস

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:১৬ পিএম

যথাযথ মর্জাদা ও ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দক্ষিণাঞ্চলের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশালÑ১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশালÑ২ আসনের এমপি শাহে আলম ছাড়াও সিটি মেয়র সাদিক আবদল্লাহ। বরিশালের বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও বিভিন্ন সরকারীÑআধা সরকারী কর্মকতাগনও একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠনও শহিদ মিনারে পুস্প স্তবক অর্পন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অমর একুশে উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সংগঠনও শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন