বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে ছুরিকাঘাতে আহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি পথচারীদের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালালে ১১ জন আহত হয়। লোকটি মানসিক ভারসাম্যহীন। জিয়াংজি প্রদেশের জি আন নগরীর পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী গো কাইবীন নামের ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। গো’য়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের কারোর প্রাণহানির আশঙ্কা নেই। আহতদের মধ্যে পুলিশ ও ছাত্র রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ও ঘটনা তদন্ত করা হচ্ছে। চীনে ছুরি হামলার ঘটনা বিরল নয়। যদিও সেখানে আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়েধাজ্ঞা রয়েছে। চলতি মাসের গোড়ার দিকে উত্তারাঞ্চলীয় গানসু প্রদেশের এক গ্রামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সন্দেহে আট ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা ও অপর সাত ব্যক্তিকে আহত করে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন