শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মনোনয়ন বাণিজ্যে আ.লীগের তৃণমূলে বাড়ছে ক্ষোভ ত্রিশালের ১২ ইউনিয়ন

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

এস. এম হুমায়ুন কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) থেকে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ময়মনসিংহের ত্রিশালে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয়ভাবে প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। ১২ ইউনিয়নে প্রার্থী দিলেও কয়েকটি ইউনিয়নে তৃণমূলের মতামতকে উপেক্ষা করে মোটা অংকের টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। ফলে নির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, তৃণমূলের মতামতে বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেনের নাম এলেও মোটা অংকের টাকা নিয়ে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুকুলকে। বিভিন্ন কর্মকা-ে সমালোচিত মুকুল চেয়ারম্যানের কোন পদ না থাকলেও তাকে নৌকা প্রতীক দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাবছর মিটিং-মিছিল, সভা-সমাবেশ করে শ্রম দেই আমরা, আর টাকার বিনিময়ে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেল দলের বাইরের লোক। তৃণমূলের ভোটে হরিরামপুর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ নির্বাচিত হলেও মোটা টাকা নিয়ে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মেজবাউল আলম চাঁন মিয়াকে। আবু সাঈদ মনোনয়নপত্র জমা দিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে এখন মাঠে রয়েছেন। এছাড়াও ত্রিশাল সদর ও আমিরাবাড়ী ইউনিয়নে তৃণমূলের মতামতকে উপেক্ষা করে মোটা অংকের টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এরমধ্যে সক্রীয়ভাবে আওয়ামী লীগ না করেও আমিরাবাড়ী ইউনিয়নে সুরঞ্জন দেবনাথ বলাই পেয়েছেন নৌকা প্রতীক। যার ফলে তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আওয়ামী লীগ থেকে অন্যান্য ইউনিয়নে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, ধানীখোলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, কাঁঠাল ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি কফিল উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম, কানিহারী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জল, রামপুর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সদস্য ফখর উদ্দিন, ত্রিশাল সদর ইউনিয়নে সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, সাখুয়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু নোমান মো. আব্দুল আজিজ, বালিপাড়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদল, মঠবাড়ী ইউনিয়নে উপজেলা আ’লীগ সদস্য আব্দুল কদ্দুস মন্ডল, মোক্ষপুর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন