শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাবি’র ১ম বর্ষের ক্লাস শুরু র‌্যাগিং প্রতিরোধে প্রদক্ষেপ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হয়। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে হলের সিট খালি হওয়ার ভিত্তিতে নতুন শিক্ষার্থী ভর্তি করানো কথা। কিন্তু ২০১৮-১৯ শিক্ষবর্ষে ২ হাজার ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে। যাদেরকে সিট দেওয়ার মত হলে কোন সিট খালি নেই। এমন অবস্থায় আজ (রবিবার) থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকার জায়গা না পেয়ে বিপাকে পড়েছে এসব শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ৩টা পর্যন্ত নবীন শিক্ষার্থীদের জন্য কোন থাকার জায়গা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিছানা-পত্র, বই-খাতা ইত্যাদি নিয়ে বসে থাকতে দেখা গেছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা দায়িত্ববোধহীন, নবীন ছেলে মেয়েরা ক্যাম্পাসে এসে রাস্তায় রাস্তায় বসে আছে, তাদের হলের বরাদ্দ এখনো দেওয়া হয়নি। আমার জানা নাই ২ /৩ দিন আগে বরাদ্দ দিয়ে দিলে কি সমস্যা হয়? শুধু তাই না, হলে হলে কোথায় তাদের রাখবে সেই জায়গাটাও নাই, এমনকি গণরুমও নাই।’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করতে না পারলেও শিক্ষার্থীরা যাতে শারিরিক ও মানসিক নির্যাতনের (র‌্যাগিং) শিকার না হয় সেজন্য প্রশাসন কঠোর ব্যাবস্থা নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কোন শিক্ষার্থীর র‌্যাগিং দিলে তাকে তাৎক্ষণিক এক বছরের জন্য বহিস্কার করা হবে।’

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি র‌্যাগিং বিরোধী সচেতনতামূলক র‌্যালি করবে। পরিচয়ের নামে যাতে নবীন শিক্ষার্থীদেরকে র‌্যাগিং দিতে না পারে, সেইজন্য ক্লাস শুরুর দিন বিভাগ ও হল প্রশাসন নতুন শিক্ষার্থীদেরকে পূর্ববর্তী সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়াও র‌্যাগিং প্রতিরোধে আরো কিছু পদক্ষেপ ও নির্দেশনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন