বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কেইনের গোলেও রক্ষা হলো না টটেনহ্যামের

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন টটেনহ্যাম হটস্পারসের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। ফলে ৬ সপ্তাহের জন্য সাইডলাইনে চলে যেতে হয় এই ইংলিশ তারকাকে। প্রতিপক্ষের বসনিয়ান গোলরক্ষক বেগোভিচের পায়ের নিচে পড়ে কেইনের পা মচকে যায়। তাতে সাতটি ম্যাচ খেলতে পারেননি কেইন। ইনজুরি থেকে সেড়ে উঠে আবারো পায়ে বুট গলিয়েছেন গোলমেশিন খ্যাত এই ইংলিশ তারকা।

ব্যস্ত সূচিতে দুটি বড় ম্যাচে মাঠে নামা হয়নি কেইনের। এরমধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচও। সেই ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে হারায় টটেনহ্যাম। কারাবাও কাপের সেমি ফাইনালে চেলসির মুখোমুখি হয় টটেনহ্যাম। সেমি ফাইনালের দ্বিতীয় লেগে দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে নামে টটেনহ্যাম।

এবার ইংলিশ লিগে বার্নলির বিপক্ষে নেমেছিল টটেনহ্যাম, শুরুর একাদশে নেমেছিলেন দলের গোলমেশিন কেইন। গোলও করেছেন, দলকে সমতায় ফিরিয়েছেন। তারপরও বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে ২-১ গোলে হেরেছে টটেনহ্যাম। ফলে, পয়েন্ট টেবিলের অবস্থানটা ঝুঁকিতে রয়ে গেল মাউরোসিও পচেত্তিনোর শিষ্যদের।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। ম্যাচের ৫৭তম মিনিটে লিড নেয় স্বাগতিক বার্নলি। নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস উড দলকে এগিয়ে নিতে গোল করেন। যদিও গোলটি নিয়ে প্রশ্ন নেই, তবে গোলের যোগান নিয়ে প্রশ্ন থেকে গেছে। টটেনহ্যামের ডি-বক্সে বল ক্লিয়ার করেছিলেন আতিথ্য নেওয়া খেলোয়াড়রা। বরং বার্নলির খেলোয়াড়ের পায়ে লেগেই বল সাইডলাইনের বাইরে চলে যায়। রেফারি কর্নারের আদেশ দেন। ম্যাক নেইলের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন ক্রিস উড। বল জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় বার্নলি। লিগে এটি কিউই তারকার সপ্তম গোল।

৬৫ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরাতে গোল করেন টটেনহ্যামের সেরা অস্ত্র কেইন। ৮৩ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাশলি বার্নস গোল করেন। ২-১ গোলে এগিয়ে থেকে স্বাগতিক বার্নলি ডিফেন্সিভ হয়ে ওঠে। সেই ডিফেন্স ভেদ করে আর সমতায় ফেরা হয়নি টটেনহ্যামের। বার্নলির দ্বিতীয় গোলদাতা অ্যাশলি বার্নস লিগের শেষ চার ম্যাচেই গোল পেয়েছেন। তার আগের ২৪ ম্যাচ খেলে গোল করেছিলেন তিনটি।

লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২৭ ম্যাচে তুলে নিয়েছে ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লিভারপুলের সংগ্রহ সমান ৬৫ পয়েন্ট। তিনে থাকা টটেনহ্যাম ২৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৬০ পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন