শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আখাউড়ায় উন্নয়ন কাজের উদ্বোধন আইনমন্ত্রীর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এলাকায় না এসে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন।
আখাউড়ার শাহপীর কল্লা শহীদ (র.) দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট ভবনের একতলার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার আখাউড়ায় আসার কথা ছিলো আইনমন্ত্রীর। তবে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ওই প্রকল্পের উদ্বোধন করেন। ভবনটি বাস্তবায়নে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধনের সময় আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. আবুল কাসেম ভ‚ঁইয়া, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন