বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চকবাজারে ফের আগুন আতঙ্ক হুড়োহুড়িতে মুসল্লীরা আহত

জুরাইনে গ্যাস লাইন লিকেজে আগুন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৩ এএম

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই আবারও চকবাজারের চুড়িহাট্টা এলাকায় নতুন করে বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখা গেছে। এতে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বের হতে গিয়ে সাত মুসল্লী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে চুড়িহাট্টা এলাকায় পরীক্ষামূলকভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ চালুর সময় এমন ফুলকি দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চুড়িহাট্টার বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আগুনের পর অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে আশপাশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যা গতকাল সংস্কারে আসে বিদ্যুৎ বিভাগ।
স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে বিদ্যুৎ সংযোগ সংস্কারের সময় বিদ্যুতের তারে স্পার্ক দেখা দেয়। কোন হতাহতের ঘটনা ছাড়াই কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন আতঙ্কে মসজিদ থেকে বের হতে গিয়ে কয়েকজন মুসল্লী আহত হয়েছেন। এদিকে, দিনের বেলা বিদ্যুতের লাইন সংস্কার না করে রাতে সংস্কার করতে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। চকবাজারের আগুনের খবর জানতে ফায়ার সার্ভিস সদর দফতরে কল করা হলে নতুন কোন আগুনের খবর তাদের জানানো হয়নি বলে দায়িত্বরত কর্মকর্তা জানান।
গত শুক্রবার রাতে জুরাইনের আইজি গেট এলাকায় ম্যানহোলের ভেতরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা বালু চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা বালু চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইন লিকেজ মেরামতের বিষয়টি তিতাসের আওতাধীন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন