মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য আটক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:২৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য জসিম উদ্দীনকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে ১২৪ নং বাবলা মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড এবং ০১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের অনুসারী। ফেসবুকে তার নিজস্ব আইডিতে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের মতবাদ ও মতাদর্শ প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করতে উগ্রবাদী বিষয় লেখা শেয়ার ও পোষ্ট করতো। জসিম উদ্দীন যশোর চৌগাছার বর্নী শাহাপুর কওমী মাদ্রাসায় দীর্ঘ আট বছর লেখাপড়া করার পর ঢাকায় কেরানীগঞ্জ কলাতিয়া মারকাযুল হুদা আল ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়। ঢাকা কেরানীগঞ্জ মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় ধর্মীয় উগ্রবাদে ঝুঁকে পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন