শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৪ বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট, বিশ্বরেকর্ড রশিদ খানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ এএম

ঘটনাবহুল টি-২০ ম্যাচ৷ নাটকীয় পটপরিবর্তনের মাঝেই অনন্য ইতিহাস আফগান তারকা স্পিনারের৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিছক নিয়মরক্ষার ম্যাচে স্পিনের জাদুগর রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড৷ প্রথম আফগান বোলার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি এই ফর্ম্যাটে পর পর চার বলে চারটি উইকেট নেয়া বিশ্বের প্রথম বোলারে পরিণত হলেন রশিদ খান৷

ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনের উইকেট তুলে নেন রশিদ৷ আঠারোতম ওভারের পুনরায় বল করতে এসে প্রথম তিন বলে তিনি ফেরত পাঠান যথাক্রমে জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে৷ ইনিংসে শেষ ওভারের দ্বিতীয় বলে জোস লিটলকেও আউট করেন রশিদ৷ সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আইসিসি’র এক নম্বর টি-২০ বোলার৷

আফগান স্পিনারের অবশ্য এটাই সেরা আন্তর্জাতিক টি-২০ বোলিং গড় নয়৷ এর আগে আরো একবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি৷ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন রশিদ খান৷ সার্বিকভাবে এটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সপ্তম হ্যাটট্রিকের নজির৷ তবে পর পর চার বলে চার উইকেট ২০ ওভারের ক্রিকেটে আর কারো নেই৷ ওয়ান ডে ইন্টারন্যাশনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন৷ সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির দ্বিতীয়৷

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-২০ ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল আফগানিস্তান৷ তৃতীয় ম্যাচে আইরিশদের ৩২ রানে পরাজিত করে হোয়াইটওয়াশ করে তারা৷ প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে৷ মোহাম্মদ নবি ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৮১ রান করেন৷

পাল্টা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানে আটকে যায়৷ ও’ব্রায়েন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করেন৷ রশিদ সিরিজের তিন ম্যাচে ১১টি উইকেট নিলেও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবি৷ রশিদকে টপকে ম্যাচের সেরাও হয়েছেন তিনি৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন