শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়া সঙ্কট জিইয়ে রেখেছে যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকার কারণে সিরিয়া সঙ্কটের সমাধান হচ্ছে না। সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা পরিচালনাকারী উগ্র জঙ্গিদের সহায়তার মাধ্যমে ওয়াশিংটন সিরিয়া সঙ্কটের সমাধান করতে দিচ্ছে না। হিজবুল্লাহর গণযোগাযোগ দফতর থেকে শেখ নাঈম কাসেমের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করে রাখার জন্য যুক্তরাষ্ট্র অশুভ তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন হিজুবুল্লাহর উপমহাসচিব। শেখ নাঈম কাসেম বলেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে লেবানন থেকে বিতাড়িত করেছি। প্রতিরোধ শক্তির মাধ্যমে লেবানন ও ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এবং লেবাননের যেসব রাজনৈতিক মহল এ অঞ্চলের সঙ্কট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হচ্ছে, তাদের এ ভুল ভাঙবে বলে শেখ নাঈম কাসেম আশা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন