বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাসায়নিক সারের ঘাটতি ১৬ লাখ মেট্রিক টন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:১৪ পিএম

চাহিদার তুলনায় দেশে রাসায়নিক সারের (ইউরিয়া) ঘাটতি ১৬ লাখ ৫ হাজার মেট্রিক টন বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, ঘাটতি পূরণে কাফকো, বাংলাদেশ ও বিদেশ হতে ইউরিয়া সার আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে। চাহিদা ও উৎপাদনের দীর্ঘ মেয়াদী ঘাটতি মেটানোর জন্য বাৎসরিক পাঁচ লক্ষ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামক সার কারখানা স্থাপন করা হয়েছে।
সরকার দলীয় সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, বছরে প্রায় ১০ লক্ষ মেট্র্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশীয় উৎপাদন ও বিদেশ থেকে সার আমদানীর ফলে দেশে সারের কোনো ঘাটতি দেখা দেয়নি বলে তিনি উল্লেখ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন