শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোনার খনিতে ধস, চাপা পড়েছে অন্তত ৬০ জন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ইন্দোনেশিয়ায় একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নর্থ সুলাবেশির বোলাং মোংগোনডো এলাকার ওই খনিতে ধসের ঘটনায় অন্তত ৬০ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের জীবিত উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, খনি ধসের ঘটনায় বুধবার ভোর পাঁচটার দিকে একজনের মরদেহের সন্ধান মিলেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়াও নুগরোহো জানান, লোকজনের কাজের সময় আকস্মিকভাবে ভূমিধস ঠেকানোর বোর্ড ধসে পড়ে। ধসে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে রাতভর উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়। উদ্ধার তৎপরতায় উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। রাতভর ওই কর্দমাক্ত পাহাড়ি এলাকায় নিখোঁজদের খোঁজে তৎপরতা চালিয়েছেন তারা। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন