শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসলাম সম্পর্কে জানাতে অনলাইন কোর্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

ব্রিটেনে সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে ‘ইসলামের বিকাশ এবং চ্যালেঞ্জের মুখে ব্রিটেনের ইসলাম’ শিরোনামে শুরু হতে যাচ্ছে অনলাইন কোর্স। আগামী ৪ মার্চ অভিনব এ উদ্যোগটি শুরু হবে। চলবে এক সপ্তাহ যাবত। অমুসলিমদের সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক উন্নয়ন ও ব্রিটেনের মুসলিমদের জীবনের সমস্যা ব্যাখ্যা করতে কোর্সটি চালু করা হচ্ছে। এ কোর্সে প্রশিক্ষণ দেবেন কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজের অধ্যাপক রিয়াদ তাইমুল, ব্রিটেনের ইসলামিক সেন্টারের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল মুনিক ও কার্ডিফ ইউনিভার্সিটির ধর্ম ও শরিয়া স্টাডিজের অধ্যাপক সোফি ঘিলায়াত রায়। এই কোর্সে অংশগ্রহণকারীরা ইসলাম ধর্ম, আকিদা-বিশ্বাস, ব্রিটেনে ইসলাম ও মুসলমানদের ইতিহাস, ব্রিটিশ সমাজে ইসলামের প্রভাব, ব্রিটেনে বসবাসরত মুসলমানদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মুসলিম অভিবাসীদেরকে যেসব দেশ ব্রিটেনে পাঠিয়েছিল সেসব দেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। ফিউচারলার্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন