বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ি কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দিয়েছে দলটি। প্রতিটি বিভাগীয় ও জেলা শাখাকে লিখিত ও মৌখিকভাবে এটি জানিয়ে দিয়েছে বিএনপির দপ্তর। এরপরও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৪জন নেতাকে বহিষ্কা করেছে দলটি। গতকাল (বৃহস্পতিবার) দলেরর সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলা বিএনপি’র সদস্য ও মোহাম্মদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম খান বাচ্চু, সিরাজগঞ্জ চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজা খাতুন এবং মেজর (অবঃ) আবদুল্লা আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন