বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আগামী ৯ এপ্রিল জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নেতানিয়াহু হাড্ডাহাড্ডি প্রতিদ্ব›িদ্বতার মুখে পড়বেন বলেই অনুমান করা হচ্ছে। নির্বাচনের ছয় সপ্তাহ আগে অ্যাটর্নি জেনারেলের এ অবস্থান তার ফের ক্ষমতায় আসার ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা রূপে হাজির হতে পারে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ তদন্তের কথা জানা গিয়েছিল। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলে তিনিই হবেন প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী, দায়িত্বে থাকা অবস্থায় যার বিরুদ্ধে দুর্নীতির মামলা হল। নেতানিয়াহু অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসরাইলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগ নিয়ে শুনানির পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি হবে না, তা ঠিক করা যাবে। এসব শুনানিতে কয়েক মাসও সময় লাগতে পারে। ইসরাইলের এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিগার ও শ্যাম্পেনসহ ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার অর্থের সমপরিমাণ উপহার ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ আছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড হতে পারে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের যেসব অভিযোগ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত চলছে, সেগুলোতেও তার সর্বোচ্চ তিন বছর করে সাজা হতে পারে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন