বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রুসেফের পক্ষে লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের বক্তব্য নাকচ

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের অন্তর্বর্তী সরকার দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফকে বরখাস্ত করে নতুন সরকার গঠনের বৈধতা নিয়ে লাতিন আমেরিকার বামপন্থি দেশগুলো যে বক্তব্য দিয়েছে তাকে মিথাচার বলে নাকচ করে দিয়েছে। বামপন্থি লাতিন দেশগুলোর নেতারা প্রেসিডেন্ট রুসেফকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদ এবং নতুন অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দেয়ার পর ব্রাজিলের পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলের দেশ ভেনিজুয়েলা, কিউবা, ইকুয়েডর, বলিভিয়া, নিকারাগুয়া ও এল সালভেদ প্রেসিডেন্ট এই সংকট সময়ে দিলমা রুসেফের পক্ষে দাঁড়িয়েছে এবং তার বরখাস্ত করার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একই সঙ্গে তারা ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মিশেল টেমারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতেও অস্বীকৃতি জানায়। ব্রাজিলের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জোস সেরা এ ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়া অঞ্চলের দেশগুলোর বামপন্থি নেতারা ব্রাজিলের নিজস্ব ব্যাপারে যে মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন তা আমরা নাকচ করে দিচ্ছি। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী দিলমা রুসেফকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্রাজিলের সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট দিলমা রুসেফকে বরখাস্ত করা হয়। সিনেট তার বিরুদ্ধে নিন্দা ইমপিচ করাও উদ্যোগ চালু রেখেছে। রুসেফ এটাকে তার বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন