শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবান হামলায় নিহত ৪০

৫ বছরে আফগানিস্তান ত্যাগ করবে মার্কিন বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সেনাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। তালেবান বাহিনী অন্তত তিনটি আত্মঘাতী বোমা হামলা চালায়। সংঘর্ষে তালেবানের ১০জন আক্রমণকারী নিহত হয়েছে বলে জানানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ এক বিবৃতিতে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এ হামলার দায় ইতিমধ্যে তালেবান স্বীকার করে নিয়েছে। সাউথ এশিয়ান মনিটরের খবরে বলা হয়, নতুন পেন্টাগন পরিকল্পনার আওতায় আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হতে পারে। এছাড়া আফগানিস্তানে থাকা বাকি আন্তর্জাতিক সৈন্যরাও একই সময়ে সরে যাবে। এই পরিকল্পনা নিয়েই এখন আলোচনা চলছে। এতে তালেবানের সাথে কাবুল সরকারের ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা থাকতে পারে। পরিকল্পনাটি নিয়ে এখন ইউরোপিয়ান মিত্রদের সাথে আলোচনা চলছে। এতে আগামী কয়েক মাসের মধ্যেই আফগানিস্তান থেকে ১৪ হাজার আমেরিকান সৈন্য থেকে অর্ধেককে ফিরিয়ে নেয়া হতে পারে। তখন ৮,৬০০ ইউরোপিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক সৈন্য আফগান সামরিক বাহিনীকে প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে থাকবে। এক দশকের বেশি সময় ধরে আফগান সামরিক বাহিনী গঠনই ন্যাটো মিশনের অন্যতম দায়িত্ব হিসেবে পরিগণিত হয়ে আসছে। শান্তি পরিকল্পনাটির বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান ও সাবেক আমেরিকান ও ইউরোপিয়ান কর্মকর্তাদের সাথে নিউ ইয়র্ক টাইমস আলোচনা করেছে। এখন পর্যন্ত পরিকল্পনাটি ওয়াশিংটন ও ব্রাসেলসে ন্যাটো সদরদফতরে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে আমেরিকান কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ট্রাম্প যেকোনো সময় নতুন পরিকল্পনাটি উল্টিয়ে দিতে পারেন।
এক আফগান কর্মকর্তা বলেন, শান্তি আলোচনা ভেঙে গেলেও আফগান বাহিনীকে প্রশিক্ষণ প্রদান করার মিশন থেকে সরে আসার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। চূড়ান্ত প্রত্যাহারের আগে পর্যন্ত বেশ কয়েক হাজার আমেরিকান সৈন্য আলকায়েদা ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত রাখবে। পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল কোন ফলকার বলেন, শান্তি আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সৈন্য বাহিনীর সংখ্যা ও প্রত্যাহারের সব বিকল্প নিয়ে প্রতিরক্ষা দফতর চিন্তা করছে। সিনহুয়া, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন